রাজা চার্লসের রাজ্যাভিষেক আগামী ৬ মে

bcv24 ডেস্ক    ১২:৪৪ এএম, ২০২২-১০-১২    43


রাজা চার্লসের রাজ্যাভিষেক আগামী ৬ মে

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই রাজা হয়েছিলেন চার্লস। সে সময় ব্রিটেনের সাবেক এই প্রিন্স অব ওয়েলস রাজা তৃতীয় চার্লস নাম নিয়ে সিংহাসনেও বসেন। তবে রাজা হিসেবে চার্লসের রাজ্যাভিষেক হয়নি এখনও। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৬ মে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে। বাকিংহাম প্যালেসের বরাতে মঙ্গলবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বিট্রেনের রাজতন্ত্র অনুযায়ী একজন মুকুটধারী রাজা হতে কিছু পদক্ষেপের মধ্য দিয়ে যেতে হয়। প্রতিবেদন অনুযায়ী লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে মুকুট পরানো হবে। অনুষ্ঠানটি রাজতন্ত্রের আধুনিক দিনের ভূমিকাকে প্রতিফলিত করবে বলে ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনে উঠে এসেছে অতীতের রাজ্যাভিষেক অনুষ্ঠানের ঐতিহ্য বজায় রেখে বর্তমান সময়ের আদলে সম্পূর্ণ নতুন আঙ্গিকে অনুষ্ঠান সাজানো হবে।

জানা যায়, রাজ্যাভিষেকে চার্লসকে পবিত্র তেল দিয়ে অভিষিক্ত করা হবে। এরপর রাজ্যাভিষেকের আংটি পরানো হবে এবং তিনি রাজদণ্ড গ্রহণ করবেন। তারপর মহিমান্বিত সেন্ট এডওয়ার্ডের মুকুট পরানো হবে চার্লসকে এবং অনুষ্ঠানের সময় আশীর্বাদ করা হবে। একইভাবে ক্যামিলাকেও পবিত্র তেল দিয়ে অভিষিক্ত করা হবে এবং মুকুট পরানো হবে।

টাওয়ার অব লন্ডনে যেসব মণিমাণিক্য রাখা আছে, সেন্ট এডওয়ার্ডের মুকুট তার মধ্যমণি। একমাত্র রাজা বা রানির অভিষেকের সময় এটি তারা পরেন (এই কারণে নয় যে এটির ওজন ২.২৩ কিলোগ্রাম)। রাজকীয় বিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান না হলেও অভিষেক একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। সরকার এই অনুষ্ঠানের খরচ বহন করে এবং সরকারই এর অতিথি তালিকা সম্পর্কে সিদ্ধান্ত দেয়।

একটি বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে, অভিষেক অনুষ্ঠানটি লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে এবং ক্যান্টারবারির আর্চবিশপ অনুষ্ঠানটি পরিচালনা করবেন। যথাসময়ে আরও বিস্তারিত ঘোষণা করা হবে বলে বিবৃতে উল্লেখ করা হয়েছে। রাজ্যাভিষেক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

রানি এলিজাবেথ সিংহাসনে বসেছিলেন ১৯৫২ সালে, কিন্তু ১৯৫৩ সালের জুনের আগে তার অভিষেক হয়নি। গত নয়শো বছর ধরে অভিষেক অনুষ্ঠান হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। উইলিয়াম দ্যা কনকোয়ারার ছিলেন প্রথম রাজা, যার অভিষেক হয়েছিল সেখানে। আর চার্লস হবেন ৪০তম রাজা।

মূলত মা দ্বিতীয় এলিজাবেথের মুকুট পরার প্রায় ৭০ বছর পর ২০২৩ সালের মে মাসে মাথায় মুকুট পরবেন রাজা তৃতীয় চার্লস। আর এর মাধ্যমেই নতুন এই ব্রিটিশ রাজার রাজত্বের সূচনা হবে।

সংবাদমাধ্যমটি বলছে, ১৯৫৩ সালে যখন দ্বিতীয় এলিজাবেথের মাথায় মুকুট পরানো হয় তখন ১২৯টি দেশের ৮ হাজারেরও বেশি অতিথি লন্ডনের কেন্দ্রস্থলে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উপস্থিত ছিলেন। তবে অসমর্থিত একটি সূত্র বলছে, এবার অতিথি দুই হাজারে নামিয়ে আনা হবে।

সংবাদমাধ্যমকে প্রাসাদের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ডিউক অফ নরফোক, যিনি আর্ল মার্শাল হিসাবে অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব পেয়েছেন। তাকে অনুষ্ঠানটি সহজ, সংক্ষিপ্ত এবং আরও বৈচিত্র্যময় করার দায়িত্ব দেয়া হয়েছে।

অনুষ্ঠানে একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানা যাচ্ছে। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এদিন আনুষ্ঠানিক পোশাকের পরিবর্তে লাউঞ্জ স্যুট পরিধান করবেন বলে জানা যাচ্ছে।

নতুন এ ব্রিটিশ রাজা একই সঙ্গে ১৪টি কমনওয়েলথ দেশেরও রাজা। ৭৪ বছর বয়সে রাজ্যাভিষেকের সময় চার্লস ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বয়স্ক রাজা হয়ে উঠবেন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত